জনতা ব্যাংকের নতুন ডিএমডি আসাদুজ্জামান

ব্যাংকবীমাবিডি || ২০২২-০২-০৯ ১০:২৬:০৪

image

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগদান করেছেন মো. আসাদুজ্জামান। এর আগে তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে উপব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

মো. আসাদুজ্জামান ১৯৮৯ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন শাখায় শাখা ব্যবস্থাপক, আঞ্চলিক অফিস ও এরিয়া অফিসে এরিয়া প্রধান হিসেবে দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়া মহাব্যবস্থাপক হিসেবে ব্যাংকের সিলেট বিভাগীয় কার্যালয়সহ প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ডিভিশনের দায়িত্বে ছিলেন।

মো. আসাদুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফিন্যান্স বিষয়ে স্বর্ণপদকসহ এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস। দেশে-বিদেশে ব্যাংকিং বিষয়ে বিভিন্ন প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় তিনি অংশগ্রহণ করেন। তিনি ১৯৬৩ সালে পাবনা জেলার বেড়া থানার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

                             

 

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১