বাংলাদেশ কমার্স ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত

ব্যাংকবীমাবিডি || ২০২২-০১-২৩ ১০:২৯:২৬

image

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপক, উপশাখা ইনচার্জ এবং প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের নিয়ে ভার্চুয়াল প্লাটফর্মে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ওমর ফারুক সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ড. ইঞ্জিনিয়ার রশিদ আহমেদ চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. রেজাউল করিম। সভাপতি মহোদয় গত বছরে ব্যাংকের অর্জন এবং সার্বিক কর্মকাণ্ডের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সেই সঙ্গে ২০২২ সালের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় কর্মকৌশল ও দিকনির্দেশনা প্রদান করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাংকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সেবার মান বৃদ্ধির নির্দেশনা প্রদান করেন। প্রধান অতিথি ২০২১ সালের বাৎসরিক সমাপনী হিসাব বিবেচনায় বিসিবিএল এর সকল শাখা-উপশাখার ব্যবসায়িক পারফরম্যান্সের মূল্যায়নের ভিত্তিতে ব্যাংকে কর্মরত সকল নির্বাহী কর্মকর্তাদের উজ্জীবিত করার লক্ষ্যে শাখা পর্যায়ে, ব্যক্তি পর্যায়ে বিভিন্ন পুরস্কার ঘোষণা করেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১