কুড়িগ্রামের রাজারহাট উপজেলার আদর্শ বিএল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মৃত্যুর কোলে ঢলে পড়লেন সোনালী ব্যাংক কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের প্রধান কর্মকর্তা পলাশ চন্দ্র বর্মণ।
রোববার (২৩ জানুয়ারি) দুপুরে সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস কুড়িগ্রামের উপমহাব্যবস্থাপক (ডিজিএম-ইনচার্জ) ওয়াহেদুন্নবী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (২২ জানুয়ারি) রাতে উপজেলার আদর্শ বি এল উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তার মৃত্যু হয়।
নিহত পলাশ চন্দ্র বর্মণ (৩৭) লালমনিরহাটের হাতীবান্ধার নওদাবাস এলাকার বাসিন্দা। তিনি সোনালী ব্যাংক কুড়িগ্রাম প্রিন্সিপাল অফিসের প্রধান কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও তার একটি কন্যাসন্তান রয়েছে।
প্রতিদিনের আপটেড খবর জানতে নীচের গ্রুপে যোগদান করুনঃ
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১