১৬ দিনেও খোঁজ মেলেনি অগ্রনী ব্যাংক কর্মকর্তা নজরুলের

ব্যাংকবীমাবিডি || ২০২২-০১-২২ ০০:০৬:০৫

image

বরগুনার বেতাগী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ও অগ্রণী ব্যাংকের ঢাকা বি ওয়াপদা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো: নজরুল ইসলাম (৫৭) নিখোঁজের ১৫ দিন পেরিয়ে গেলেও তার সন্ধান পাওয়া যায়নি। এতে তার পরিবার চরম উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।

জানা গেছে, ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ঢাকার শনির আখড়ায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। সেখান থেকে গত ৭ জানুয়ারি সকালে ঢাকার উত্তরখান এলাকায় তার নিজ বাড়ির মাসিক ভাড়া আদায়ের জন্য রওনা হয়ে যান। এরপর আর বাসায় ফেরেননি। ওই দিন দুপুর থেকে তিনি নিখোঁজ রযেছেন।

নজরুল ইসলামের সন্ধান চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা ও অনেক খোঁজাখুঁজির পরও আজ পর্যন্ত তার সন্ধান মিলছে না। স্ত্রী মোসাম্মত রুবিনা নজরুলের পক্ষ থেকে নিখোঁজের ঘটনায় ইতিমধ্যে ঢাকার উত্তর খান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

নজরুলের বাবা মৃত মোকসেদ আলী সিকদার। তার স্ত্রী, দুই ছেলে, দুই বোন ও এক ভাই রয়েছে। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথেও তিনি জড়িত রয়েছেন।

অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির পাশাপাশি তিনি ঢাকাস্থ বেতাগী উপজেলা কল্যাণ সমিতির অর্থ-বিষয়ক সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন।

কোনো ব্যক্তি তার খোঁজ পেলে পারিবারিক সূত্রে দেয়া এই নম্বরে +৮৮০১৬২০-৩৩২৮৬৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, নিখোঁজের বিষয় এখানে কোনো তথ্য নেই। তবুও কোনো সহযোগিতার প্রয়োজন হলে বেতাগী থানা পুলিশ এগিয়ে আসবে।

সবসময় আপডেট তথ্য পেতে আমাদের গ্রুপে যোগদান করুনঃ  

Bankers Platform Bangladesh

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১