ব্যাংকে ঋণ আবেদন করে তা প্রত্যাখ্যাত হওয়ায় ব্যাংকের কার্যালয়েই আগুন ধরিয়ে দিয়েছেন এক ব্যক্তি। অদ্ভূত এ কাণ্ড ঘটেছে ভারতের কর্ণাটকে।
গত শনিবার রাজ্যটির হাভেরি জেলায় এই ঘটনা ঘটে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম ওয়াসিম হাজারাতসাব মোল্যা।
খবরে বলা হয়, ওই ব্যক্তি হেদুগোন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় ঋণ আবেদন করেন। তবে তার নথিপত্র যাচাই করে আবেদনটি প্রত্যাখ্যান করে শাখা কর্তৃপক্ষ।
এর প্রতিশোধ নিতে শনিবার রাতে ব্যাংকের শাখায় জানালা ভেঙে ভেতরে পেট্রোল ছিটিয়ে দেন ওয়াসিম হাজারাতসাব মোল্যা। এরপরই সেখানে আগুন ধরিয়ে দেন। পরে পথচারীরা ধোঁয়া দেখতে পেয়ে পুলিশ ও দমকল বিভাগকে খবর দেয়।
এ কাণ্ডের পর পরই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আগুনে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১