ব্যবসায়ীরা রাতারাতি ধনী হওয়ার লোভে ব্যাংকগুলোকে দেউলিয়া করেছে বলে অভিযোগ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে বুধবার (১৬ ডিসেম্বর) শিল্প মন্ত্রণালয় আয়োজিত 'জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন' শীর্ষক আলোচনা সভায় শিল্পমন্ত্রী এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।
এসময়, আইন করে তা কঠোর প্রয়োগের মাধ্যমে ধীরে ধীরে ব্যাংকগুলোকে সঠিক অবস্থানে ফিরিয়ে আনা হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় বন্ধ করে শিল্প মন্ত্রণালয়ের আওতাভুক্ত লোকসানী প্রতিষ্ঠানগুলোকে পূর্নমূল্যায়ন করা হচ্ছে বলেও জানান শিল্পমন্ত্রী।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১