ন্যাশনাল ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন হোসেন আখতার চৌধুরী। এর আগে তিনি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (এসইভিপি) হিসেবে ইন্টারন্যাশনাল ডিভিশনে ডিভিশনাল হেড হিসেবে কর্মরত ছিলেন। হোসেন আখতার চৌধুরী ১৯৮৯ সালে আইএফআইসি ব্যাংকে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করে ১৯৯৫ সাল পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে তিনি প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, সাউথইস্ট ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
হোসেন আখতার চৌধুরী ২০০৯ সালে ন্যাশনাল ব্যাংক লিমিটেডে ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদান করেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে তিনি ন্যাশনাল।
ব্যাংকের বিভিন্ন শাখায় ব্যবস্থাপকসহ প্রধান কার্যালয়ের ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট-৩, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, হিউম্যান রিসোর্স ডিভিশন ও সর্বশেষ ইন্টারন্যাশনাল ডিভিশনে ডিভিশনাল হেড হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসনে সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। —বিজ্ঞপ্তি
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১