সোনালী ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আতাউর রহমান প্রধান বলেছেন, তার প্রতিষ্ঠান দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। তিনি বলেন, সোনালী ব্যাংকে দুর্নীতি প্রতিরোধে ন্যায়পাল নিয়োগ দেওয়া হয়েছে। সবাইকে একযোগে সমাজ থেকে দুর্নীতি রোধে কাজ করতে হবে। বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে শাপলা চত্বরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২১ এ দুদক আয়োজিত মানববন্ধনে তিনি এ বক্তব্য দেন। মো. আতাউর রহমান প্রধান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বের অন্যতম সৎ রাষ্ট্রনেতা, আমাদের তার নির্দেশিত পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিতে হবে।
দুদকের পরিচালক মো. বেনজীর আহমেদ, সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজারসহ দুর্নীতি দমন কমিশন এবং সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীররা এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১