ইউনিয়ন ব্যাংকের কলেজ গেইট-গোবিন্দগঞ্জ উপশাখা উদ্বোধ

ব্যাংকবীমাবিডি || ২০২১-১১-২৯ ০৬:৩২:১৭

image

শরিয়াহ ভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে টঙ্গী ও ছাতকে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের কলেজ গেইট উপশাখা এবং গোবিন্দগঞ্জ উপশাখা উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কলেজ গেইট উপশাখা এবং গোবিন্দগঞ্জ উপশাখা উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এ.বি.এম মোকাম্মেল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, মো. নজরুল ইসলাম, ছাতক উপজেলার সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল এবং টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং টঙ্গী ও ছাতকের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।–বিজ্ঞ

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১