শামীমা নার্গিস বিডিবিএলের নতুন চেয়ারম্যা

ব্যাংকবীমাবিডি || ২০২১-১১-১৫ ১১:০৬:৪০

image

সরকারের সাবেক সিনিয়র সচিব শামীমা নার্গিস বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে যোগদান করেছেন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই নিয়োগ দেয়া হয়। অক্টোবর-২০২০-এ অবসর গ্রহণের আগে তিনি সর্বশেষ পরিকল্পনা কমিশনের দায়িত্ব পালন করেন।

শামীমা নার্গিস ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। হুভার্ট এইচ হামফ্রে ফেলোশিপের আওতায় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয় অধ্যায়ন করেন এবং বিশ্বব্যাংকের ভয়েস সেকেন্ডমেন্ট প্রোগ্রামে (ভিএসপি) অংশগ্রহণ করেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড কেনেডি স্কুল থেকে “মাস্টারিং নেগোশিয়েশন” বিষয়ে এবং অস্ট্রেলিয়া ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে লিডারশিপ বিষয়ে কোর্স সম্পন্ন করেন।

শামীমা নার্গিস ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন এবং দীর্ঘ চাকরিজীবনে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।–বিজ্ঞপ্তি

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১