জনতা ব্যাংকের নতুন ডিএমডি মো. কামরুল আহছান

ব্যাংকবীমাবিডি || ২০২১-১১-০৪ ১১:৩৫:২৪

image

সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. কামরুল আহছান। এর আগে তিনি একই ব্যাংকের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের জিএম হিসেবে দায়িত্ব পালন করেন।

মো. কামরুল আহছান ১৯৮৮ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার পদে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। দীর্ঘ ৩৩ বছরের চাকুরিকালে বিভিন্ন শাখা, এরিয়া প্রধান ও বিভাগীয় প্রধানের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন।

তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ এর ডিপ্লোমেট এসোসিয়েট। মো. কামরুল আহছান দেশ-বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

মো. কামরুল আহছান ১৯৬৪ সালে ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলাস্থ উদরাজপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম ডা. জামাল উদ্দীন আহমেদ এবং মাতা মরহুম বেগম কামরুজ্জামান হাসিনা।-বিজ্ঞপ্তি

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১