ব্যাংক পরিচালকদের প্রশিক্ষণ দিতে কমিটি গঠন

ব্যাংকবীমাবিডি || ২০২০-১২-১৩ ১১:৫৯:১৭

image

এখন থেকে রাষ্ট্রয়াত্ত্ব ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদে নিয়োজিত পরিচালকদের প্রশিক্ষণ নিতে হবে। এজন্য একটি কমিটি গঠন করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। আর্থিক বিষয়ে সম্যক ধারণা দেওয়ার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রপতির নির্দেশক্রমে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ বিএম রুহুল আজাদকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির সদস্য- আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব মু. শুকুর আলী, মৃত্যুঞ্জয় সাহা, উপসচিব মোহাম্মদ এনামুল হক, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি, সোনালী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি ও জিএম তাওহিদুল ইসলাম, জনতা ব্যাংকের জিএম কাজী গোলাম মোস্তফা, রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ সাফায়েত হোসেন, অগ্রণী ব্যাংকের এজিএম সুপ্রভা সাঈদ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মো. জেহাদ উদ্দিন।

প্রজ্ঞাপনে কমিটির কার্যপরিধি বেধে দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অওতাধীন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পরিচালকদের প্রশিক্ষণ মডিউল প্রস্তুতকরণ, প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন।  প্রশিক্ষণের ব্যয় নিরূপন এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দের উদ্যোগ গ্রহণ  ও  প্রশিক্ষণ সংক্রান্ত অন্য যেকোনো কাজ সম্পাদন করা।

এ বিষয়ে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একজন কর্মকর্তা বলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দেশের আর্থিক খাতে সেবা দিয়ে আসছে।  এসব প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদে অভিজ্ঞ ও দক্ষতা বিবেচনা করে পরিচালক নিয়োগ করা হয়।  তাদের জ্ঞান, প্রজ্ঞা ও কর্মদক্ষতার ওপর এসব প্রতিষ্ঠানের সফলতা নির্ভর করে। প্রতিষ্ঠানগুলোর আইন-কানুন, বিধি-বিধান, কার্যপদ্ধতি ইত্যাদি সম্পর্কে পরিচালকদের সম্যক ধারণা থাকা আবশ্যক। এছাড়া নন-পারফর্মিং লোন, করপোরেট গভর্নেন্স, ঝুঁকি ব্যবস্থাপনা, প্রযুক্তি নির্ভর আর্থিক সেবা প্রসারসহ এ সংক্রান্ত অন্যান্য বিষয়ে তাদের অধিকতর দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষনের প্রয়োজন রয়েছে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১