বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থার (ফিফা) সর্বশেষ ঘোষিত র্যাংকিংয়ে অবনমন হয়েছে বাংলাদেশ ফুটবদ দলের। দুই ধাপ পিছিয়ে গেছে জামাল ভূঁইয়ার নেতৃত্বাধীন লাল-সবুজের দলটি।
গত মাসে প্রীতি ম্যাচে ঢাকায় নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ জিতে তিন ধাপ এগিয়েছিল বাংলাদেশ (১৮৭ থেকে ১৮৪)।
বিশ্বকাপ বাছাইপর্বে কাতারের কাছে হেরে আবারও দুই ধাপ পিছিয়ে গেল লাল-সবুজের দল। ১৮৪ থেকে পিছিয়ে বাংলাদেশের র্যাংকিং এখন ১৮৬।
গত ৪ ডিসেম্বর দোহায় কাতারের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচে ৫-০ গোলে হারের পরিণতি র্যাংকিংয়ে এ অবনমন।
অন্যদিকে কাতার বড় জয় পেলেও তারা এগিয়েছে মাত্র একধাপ। ৫৯ থকে ৫৮তে এগিয়েছে এশিয়ান চ্যাম্পিয়নরা। সেটাও বুরকিনা ফাসোর সঙ্গে যৌথভাবে।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১