স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক প্রথমবারের মতো প্রচলন করছে স্ট্যান্ডার্ড চার্টার্ড সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট। এর মাধ্যমে ব্যাংকটির গ্রাহকরা তাদের ক্ষমতা অনুযায়ী জনকল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সক্ষম হবেন। তবে এই অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকটির চুক্তিবদ্ধ পাঁচটি সামাজিক প্রতিষ্ঠানেই কেবল দান করা যাবে।
রবিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন আয়োজন করে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান ব্যাংকটির কর্মকর্তারা।
সাদিক সাদাকাহ অ্যাকাউন্ট একটি মুদারাবা ভিত্তিক সঞ্চয়ী অ্যাকাউন্ট যা সাদাকাহ (দান) সংক্রান্ত জনহিতকর কাজ সমর্থন করার লক্ষ্যে পরিকল্পনা করা হয়েছে। এ অ্যাকাউন্ট সামগ্রিকভাবে সমাজকে টেকসই উন্নয়নের দিকে অগ্রগামী করবে। অ্যাকাউন্টটির ধরন এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্লায়েন্টরা এটি থেকে প্রাপ্ত মুনাফা নির্বিঘ্নে তাদের পছন্দের দাতব্য প্রতিষ্ঠানে দান করতে পারে। মুদারাবা পুলের অংশ হিসেবে, সম্পূর্ণরূপে শরীয়াহ নীতি মেনে ক্লায়েন্টদের মুনাফা গণনা এবং প্রযোজ্য কর কর্তনের পর সেই অর্থ দাতব্য অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।
গ্রাহকরা সামগ্রিকভাবে যাচাইকৃত সর্বোচ্চ পাঁচটি দাতব্য উন্নয়নমূলক সংগঠন নির্বাচন করতে পারবেন। এ সকল সংগঠন প্রতিটিই জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যগুলোর সঙ্গে সংযুক্ত ও সম্পর্কিত।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসের এজাজ বিজয় বলেন, “কোভিড -১৯ মহামারিকালে আমরা মানুষের দানশীল মনোভাব লক্ষ্য করেছি। ক্ষমতাসম্পন্ন মানুষেরা এ বিপদকালে আরও বেশি করে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। জনকল্যাণের উদ্দেশ্যে এই ইতিবাচক পরিবর্তনগুলি যাতে আরও বৃদ্ধি পায়, সে লক্ষ্যেই আমাদের এই সাদাকাহ অ্যাকাউন্ট। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অংশীদারদের, যারা সমাজে এই অর্থপূর্ণ পরিবর্তন আনতে এই অনন্য উদ্যোগে আমাদের সাথে কাজ করেছেন।”
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের কনজিউমার, প্রাইভেট এবং বিজনেস ব্যাংকিংয়ের প্রধান সাব্বির আহমেদ বলেন, “সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার কথা বিবেচনায় আনার এখনই সময়। সাদাকাহ অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের গ্রাহকরা জনসাধারণের উদ্দেশ্যে একটি দীর্ঘমেয়াদী সহায়তা দিতে পারবে।” –বিজ্ঞপ্তি
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১