আগামী কাল থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে মার্কেন্টাইল ব্যাংক

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৯-৩০ ০৯:৫১:০৯

image

১ অক্টোবর থে‌কে ৫ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিন বন্ধ থাকবে বেসরকারি মার্কেন্টাইল ব্যাংক। বুধবার (১৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে। মার্কেন্টাইল ব্যাংকের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব-সাইট সুপারভিশন বিভাগ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর ) এ অনুমোদন দেয়।

নির্দেশনায় বলা হয়েছে, কোর ব্যাংকিং সফটওয়্যার আপগ্রেডেশন কার্যক্রম সম্পাদন করতে ১ অক্টোবর থেতে ৫ অক্টোবর পর্যন্ত মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সব ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বিরত থাকবে বলে এ বিষয়ে উক্ত ব্যাংকের আবেদনে সম্মতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড সূত্রেও জানা যায়, আগামী অক্টোবর ০১, ২০২১ (শুক্রবার) হইতে অক্টোবর ০৫, ২০২১ (মঙ্গলবার) পর্যন্ত সফটওয়্যার আপডেট (Software Update) এর জন্য মার্কেন্টাইল ব্যাংক লিঃ এর সকল শাখা ও উপশাখা ও এটিএম বুথ এর  সকল ধরনের সেবা সমূহ বন্ধ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ব্যাংকটি। প্রয়োজনে ১৬২২৫ এ কল করে অন্যান্য তথ্য জানা যাবে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১