আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে মিলবে অটোমেটেড চালান সেবা

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৯-২১ ২২:২৫:২৮

image

বাংলাদেশ ব্যাংকের সাথে অটোমেটেড চালান সিস্টেম (এসিএস) সেবা চুক্তি স্বাক্ষর করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড।

সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী ও বাংলাদেশ ব্যাংকের একাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মো. ফোরকান হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নুরুন্নাহার, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাদিম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট নুর মাহবুব খানসহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চুক্তির ফলে যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান এবং গ্রাহক আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সকল শাখা ও উপশাখায় আয়কর, ভ্যাট, পাসপোর্ট এবং অন্যান্য সরকারি ফি অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরাসরি জমা দিতে পারবেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১