গ্লোবাল ইসলামী ব্যাংকের ১২টি উপশাখার উদ্বোধন

গ্লোবাল ইসলামী ব্যাংকের ১২টি উপশাখার উদ্বোধন || ২০২১-০৮-২৯ ১২:৩৫:৫৯

image

আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ২৯ আগষ্ট, ২০২১ তারিখে গ্লোবাল ইসলামী ব্যাংকের মোট বারোটি নতুন উপশাখার উদ্বোধন করা হয়। চট্টগ্রামের কাটির হাট, নতুন চাক্তাই, সাতকানিয়া, সীতাকুন্ড ও শান্তিরহাটে পাচঁটি, নোয়াখালীর গাজীর হাট ও কড়িহাটি বাজার-এ দুইটি, গাজীপুরের রাজেন্দ্রপুর বাজার ও ডেগের চালা-য় দুইটি, কুমিল্লার বক্সগঞ্জ, মাদারীপুরে শিবচর ও সিলেটের ভার্সিটি গেট-এ একটি করে সর্বমোট বারোটি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।প্রধান অতিথি হিসেবে এই নতুন বারোটি উপশাখার অনলাইনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত।এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ,  প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তাসহ আমন্ত্রিত সম্মানীত অতিথি ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।অত্যাধুনিক প্রযুক্তি ও উৎকর্ষ ব্যাংকিং সেবার মাধ্যমে ব্যাংকটি দেশের প্রত্যন্ত অঞ্চলে তাঁর স্বকীয়তা বজায় রেখে অত্যন্ত দ্রুততার সাথে শাখা সম্প্রসারণ করবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১