করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বিধিনিষেধ শিথিল করায় ব্যাংকগুলোতে বুধবার থেকে নির্ধারিত স্বাভাবিক সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন চলবে।এছাড়া অফিস কার্যক্রম চলবে বিকেল ৬টা পর্যন্ত।
সোমবার এক সার্কুলারে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে জারি করা সার্কুলেশনে বলা হয়, আগামী বুধবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ সময় লেনদেন হবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং লেনদেন-পরবর্তী কার্যক্রম চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এছাড়াও অফিসের কর্মপরিবেশে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি সকল ক্ষেত্রে মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে এবং স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে বলেও সার্কুলেশনে উল্লেখ করা হয়।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১