ব্যাংকিং বিভাগের কর্মীদের বেতন বৃদ্ধি করেছে গোল্ডম্যান স্যাকস

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৮-০৬ ২৩:০৮:০৫

image

বিনিয়োগ ব্যাংকিং বিভাগের কনিষ্ঠ কর্মীদের বেতন বৃদ্ধি করেছে গোল্ডম্যান স্যাকস। ব্যাংকের দ্বিবার্ষিক বিশ্লেষকরা ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ২৫ হাজার ডলার উপার্জন করবেন। ব্যাংটির প্রথম বছরের সহযোগীরা ১ লাখ ৫০ হাজার ডলার উপার্জন করেছেন। প্রক্রিয়াটির সঙ্গে সংযুক্ত দুই সূত্র এমনটা জানায়। বিজনেস ইনসাইডারের বরাত দিয়ে এমনটা জানায় বার্তা সংস্থা রয়টার্স।

তবে কর্মীদের বেতন বৃদ্ধির ব্যাপারটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি গোল্ডম্যান স্যাকস। এমনকি বিনিয়োগ ব্যাংকিং বিভাগের অন্যান্য স্তরের কর্মীদের বেতনও বৃদ্ধি করা হবে কিনা এ ব্যাপারেও কোনো ধরনের নিশ্চয়তা পাওয়া যায়নি।

এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে অস্বীকৃতি জানায় গোল্ডম্যান স্যাকস কর্তৃপক্ষ। চলতি গ্রীষ্মে বিনিয়োগ ব্যাংকটি তাদের প্রথম এবং দ্বিতীয় বছরের কর্মীদের বেতন বৃদ্ধি করে।   সিটিগ্রুপ, মরগান স্ট্যানলি, ইউএসবি গ্রুপ এজি এবং ডয়েচে ব্যাংক এজি তাদের প্রথম বছরের বিশ্লেষকদের বেতন ১৫ হাজার ডলারের কাছাকাছি বৃদ্ধি করেছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলো প্রথম বছরের বিশ্লেষকদের মোট ১ লাখ ডলারে কাছাকাছি বেতন পরিশোধ করছে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১