বিআইবিএম কর্তৃক 'সার্টিফায়েড এক্সপার্ট ব্যাংকার' সনদ প্রদান

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৮-০৪ ০৫:৪০:০৫

image

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) পরিচালিত 'সার্টিফায়েড এক্সপার্ট ব্যাংকার' সনদপত্র পেয়েছেন ২৬০ জন ব্যাংকার। মঙ্গলবার ছয়টি কোর্সের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ এসব ব্যাংকারের সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির।

বিআইবিএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনলাইনে আয়োজিত অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন সোনালী ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান প্রধান। এছাড়া বিআইবিএমের ড. মোজাফফর আহমদ চেয়ার প্রফেসর ড. বরকত-এ-খোদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সূচনা বক্তব্য দেন পরিচালক (প্রশিক্ষণ এবং সার্টিফিকেশন প্রোগ্রাম) মোহাম্মদ সোহেল মোস্তফা। সভাপতিত্ব করেন বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামান।ফজলে কবির বলেন, বিআইবিএম বিভিন্ন পর্যায়ের ব্যাংকারদের প্রশিক্ষণে কাজ করে যাচ্ছে। সার্টিফিকেশন কোর্সের মাধ্যমে এ কাজ আরও সহজ হবে।আতাউর রহমান প্রধান বলেন, বিআইবিএমের সার্টিফিকেশন প্রোগ্রাম ব্যাংকিং খাতে পেশাদারিত্ব বাড়াতে ভূমিকা রাখবে। সমসাময়িক ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে ব্যাংকাররা খাপ খাওয়াতে সক্ষম হবেন।ড. বরকত-এ-খোদা বলেন, ব্যাংকিং খাতে দক্ষ মানবসম্পদের বিকল্প নেই।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১