ব্র্যাক ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকার খাদ্য সহায়তা

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৮-০৩ ১১:২৫:১৩

image

কোভিড-১৯ এর কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য একটি বিশেষ সিএসআর (সামাজিক দায়বদ্ধতা) উদ্যোগ শুরু করেছে বেসরকারি ব্র্যাক ব্যাংক। মোবাইল ওয়ালেট বিকাশের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে সারাদেশে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০ হাজার ২৬৭ পরিবারকে সহায়তা দেবে ব্র্যাক।

সোমবার (২ আগস্ট) ব্যাংকের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংক সব তফসিলি ব্যাংককে তাদের ২০২০ সালের মুনাফার এক শতাংশের সমান অর্থ একটি বিশেষ সিএসআর তহবিলে বরাদ্দ করার বিষয়ে নির্দেশনা দেয়। তহবিল গঠনের উদ্দেশ্য হলো অসহায় মানুষদের প্রয়োজনীয় খাদ্য বা নগদ অর্থ বা স্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি সামগ্রী, অথবা সন্দেহভাজন কোভিড রোগীদের চিকিৎসা, অথবা যারা তাদের জীবিকা হারিয়েছে এবং কোভিড-১৯ দ্বারা প্রভাবিত হয়েছে তাদের আর্থিক সহায়তা দেওয়া। ব্র্যাক ব্যাংক সেই অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করার জন্য ৪ কোটি ৫৪ লাখ টাকার একটি তহবিল বরাদ্দ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোবাইল ওয়ালেট বিকাশের মাধ্যমে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে ব্র্যাক ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এ অর্থ দেবে। সারাদেশে প্রায় ৩০ হাজার ২৬৭ পরিবার এই জরুরি সহায়তা পাবে। প্রতিটি পরিবার এক হাজার ৫০০ টাকা করে পাবে, যা তাদের দুই সপ্তাহের জন্য প্রয়োজনীয় খাদ্য এবং অন্যান্য জরুরি প্রয়োজনীয় জিনিস কিনতে সহায়তা করবে। রোববার (১ আগস্ট) থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।

কোভিড সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা এবং কঠোর লকডাউনের অধীনে থাকা দশটি জেলাকে এই উদ্যোগে অগ্রাধিকার দেওয়া হবে। জেলাগুলো হলো- খুলনা, সাতক্ষীরা, বগুড়া, মাগুরা, দিনাজপুর, নাটোর, জয়পুরহাট, বাগেরহাট, চুয়াডাঙ্গা এবং চট্টগ্রাম।

ব্র্যাকের দক্ষ মাঠকর্মীরা কঠোর প্রক্রিয়া অনুসরণ করে সহায়তা গ্রহণকারী পরিবারগুলো চিহ্নিত করেছেন। প্রবীণ সদস্যসহ পরিবার, গর্ভবতী এবং স্তন্যদানকারী মা, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, নারীদের উপার্জনের ওপর নির্ভরশীল পরিবার, অতি দরিদ্র পরিবার এবং যারা অন্যান্য উৎস থেকে সহায়তা পাননি তাদেরকে এই উদ্যোগে অগ্রাধিকার দেওয়া হবে।

ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ বলেন, ব্র্যাক ব্যাংকের এই সময়োপযোগী সহায়তা অবশ্যই প্রশংসার দাবিদার। এর ফলে ব্র্যাকের ‘ডাকছে আবার দেশ’ উদ্যোগে সেসব অবহেলিত পরিবারের জন্য খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হবে, যাদের জন্য চলমান লকডাউন খুব কঠিন প্রমাণিত হচ্ছে। আমি আশা করছি যে আরও বেসরকারি প্রতিষ্ঠান সহযোগিতার জন্য এগিয়ে আসবে, যেন এই মহামারির সময় অসহায় ও দুস্থ পরিবারগুলোকে আমরা একে অপরের শক্তি কাজে লাগিয়ে সাহায্য করতে পারি।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, আমরা কোভিড-আক্রান্ত পরিবারদের সহায়তা করার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সুচিন্তিত পরিকল্পনা ও নির্দেশনাকে স্বাগত জানাই। তাদের দিক-নির্দেশনা অনুসরণ করে, প্রকৃত অভাবগ্রস্ত পরিবারের কাছে পৌঁছানোর এই বিশাল কাজ সম্পাদনে সহায়তা করার জন্য ব্র্যাক-কে ধন্যবাদ জানাই। ব্র্যাক ব্যাংকের লক্ষ্য সমাজের কেউ যেন পিছিয়ে না থাকে, আর তাই যেকোনো কঠিন সময়ে দেশের মানুষের পাশে দাঁড়াতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

গত বছর ব্র্যাক ব্যাংকের কর্মীরা তাদের আগস্ট মাসের বেতন থেকে ১ কোটি ৭৩ লাখ টাকা অবদান রেখেছিল ব্র্যাকের 'ডাক আমার দেশ' উদ্যোগে জরুরি খাদ্য সহায়তা হিসেবে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১