বেসরকারি এনআরবিসি ব্যাংক হরিরামপুর শাখার কর্মীদের উদ্যোগে দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩ আগস্ট) ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের কারণে কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজেদের বেতন ও বোনাস থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
হরিরামপুর শাখার কর্মীরা ১০০টি পরিবারকে চাল, ডাল, আলু, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী দেন।
‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবিসি ব্যাংক করোনা মহামারির শুরু থেকে মানুষের স্বাস্থ্য সুরক্ষায় হেলথ ডেস্ক স্থাপনসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করে আসছে।
প্রসঙ্গত, সাধারণ ছুটি, সরকারঘোষিত বিধিনিষেধ; সবসময়ই জরুরি সেবা হিসেবে দেশে ব্যাংকের কার্যক্রম চলছে। নানা প্রতিবন্ধকতায় অফিসে যাতায়াত এবং ব্যাংকিং সেবা দিতে গিয়ে অনেক সময় সামাজিক দূরত্ব ও যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন সম্ভব হচ্ছে না। এসব কারণে স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন ব্যাংকাররা। বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৭ হাজার ২৩৭ কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৪৩ জন মারা যান। গত মে মাস পর্যন্ত আক্রান্তের সংখ্যা ছিল ২৫ হাজার ৪০০ জন। ওই সময় পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ১৩৩ জন। গত জুন মাসে এক হাজার ৮৩৭ ব্যাংককর্মী করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১০ জন।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১