করোনাভাইরাসের নেতিবাচক প্রভাব মোকাবিলায় সরকারঘোষিত প্রণোদনা প্যাকেজের যথাযথ ব্যবহার নিশ্চিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, ‘সরকার এবং বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণ যথাযথ খাতে ব্যবহার হচ্ছে না। কিছু কিছু ঋণ ব্যবহার হচ্ছে অনুৎপাদনশীল খাতে। আবার কোনো কোনো ক্ষেত্রে সেই ঋণ দিয়ে গ্রাহকের বিদ্যমান অপর ঋণের দায় সমন্বিত হচ্ছে।’
জারিকৃত নির্দেশনায় আরও বলা হয়, ‘প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের লক্ষ্যে ঋণের সদ্ব্যবহার নিশ্চিত করতে নিয়মিত মনিটরিং করতে হবে। পাশাপাশি প্রণোদনা প্যাকেজের আওতায় দেয়া ঋণ যাতে অনুৎপাদনশীল খাতে ব্যবহার না হয়, সে লক্ষ্যে বিতরণকৃত ঋণের সদ্ব্যবহারের বিষয়টি অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের মাধ্যমে যাচাই করে নিশ্চিতের পরামর্শ দেয়া হলো।’
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১