স্বাভাবিক নিয়মে ফিরছে ব্যাংক

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৭-১৩ ১০:৫২:২৩

image

করোনাভাইরাস প্রতিরোধে আরোপিত কঠোর বিধিনিষেধ এক সপ্তাহের জন্য শিথিল করেছে সরকার। এতে ব্যাংকের লেনদেন স্বাভাবিক নিয়মে ফিরছে। ১৫, ১৮ ও ১৯ জুলাই ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। তবে ঈদের পর ব্যাংকিং কার্যক্রমের সময় কমে আসবে।

ঈদুল আজহা উপলক্ষে ১৫-২২ জুলাই পর্যন্ত বিধিনিষেধ শিথিল করেছে সরকার।

এদিকে ঈদের পর ২৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময়ে ব্যাংকগুলো চাহিদামাফিক শাখা খোলা রাখতে পারবে।

২১ জুলাই দেশে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এদিকে ঈদের আগে পোশাকশিল্প এলাকার ব্যাংকের শাখা ১৭ ও ২০ জুলাই খোলা রাখতে বলেছে বাংলাদেশ ব্যাংক। তখন এসব শাখায় লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। যেসব এলাকার ব্যাংক শাখা খোলা রাখতে হবে, সেগুলো হলো ঢাকা মহানগর, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম।

বাংলাদেশ ব্যাংক আজ এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা দিয়েছে। বিধিনিষেধ চলাকালে ব্যাংকের কর্মীদের চলাচলের জন্য যাতায়াতের ব্যবস্থা করতে বলেছে বাংলাদেশ ব্যাংক।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১