স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে ভুয়া করোনা রিপোর্ট বানিয়ে উধাও স্বামী

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৭-০৭ ১০:৫১:২৯

image

স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে করোনাভাইরাসে আক্রান্ত না হয়েও ভুয়া রিপোর্ট বানিয়েছেন স্বামী। এমন ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের মহোতে।

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, গত ফেব্রুয়ারি মাসে বিয়ে করেন ওই ব্যক্তি। কিন্তু ব্যক্তিগত কারণে স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে চাইছিলেন তিনি। তাই একটি প্রাইভেট ল্যাবরেটরির ওয়েবসাইট থেকে করোনায় আক্রান্ত আরেক ব্যক্তির রিপোর্ট ডাউনলোড করে সেখানে নিজের নাম বসিয়ে দেন ওই ব্যক্তি। পুলিশ জানিয়েছে, স্ত্রীর কাছ থেকে দূরে থাকতে এমন ভুয়া রিপোর্ট বানিয়েছেন ২৬ বছর বয়সী ওই ব্যক্তি।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার বাবা এবং স্ত্রীকে ওই ভুয়া রিপোর্ট পাঠান ওই ব্যক্তি। এরপরই বাড়ি থেকে উধাও হয়ে যান তিনি।

তবে ওই ব্যক্তির করোনার কোনো লক্ষণ না থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ওই প্রাইভেট ল্যাবরেটরিতে যোগাযোগ করলে আসল সত্য বেরিয়ে আসে।

ছোট গোয়ালটুলি পুলিশ স্টেশনের এক কর্মকর্তা বলেন, ওই ব্যক্তি তার পরিবারের কাছে ওই ভুয়া রিপোর্ট পাঠায়। কিন্তু সে হঠাৎ করে উধাও হয়ে যাওয়ার পর পরিবারের সদস্য হয়, কারণ তার করোনার কোনো লক্ষণ ছিল না।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১