করোনা মহামারিতেও চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) ব্যাংকের পরিচালন মুনাফায় বড় প্রবৃদ্ধি হয়েছে। এ সময়ে বেশির ভাগ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। সে তালিকায় রয়েছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড। গত ছয় মাসে (জানুয়ারি-জুন) এই ব্যাংকটির পরিচালন মুনাফা হয়েছে ৩৫৮ কোটি টাকা। যা গত বছরের আলোচ্য সময় থেকে ৩১ শতাংশ বা ১১৫ কোটি টাকা বেশি। গত বছর এই সময়ে ব্যাংকটি পরিচাল মুনাফা হয়েছিলো ২৪৩ কোটি টাকা।
জানা গেছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১টি ব্যাংকের মধ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডও একটি। ব্যাংটির গ্রোথও ভালো লক্ষ্য করা যাচ্ছে। ২০২০ সালে ব্যাংকটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। আলোচ্য সময়ে ব্যাংটি ইপিএস ছিলো ২.২৬ টাকা।
চলতি বছরে ব্যাংকটি প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিলো ৬৪ পয়সা। ব্যাংটির যে পরিমান মুনাফা হচ্ছে সে অনুযায়ী ব্যাংকটি গত বছরের তুলনায় আরও ভালো করবে বলে আশাবাদী বিনিয়োগকারীরা।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির জানুয়ারি- মার্চ এই তিন মাসে নেট প্রফিট হয়েছে ৬৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা। আলোচ্য সময়ে ব্যাংটির শেয়ার প্রতি সম্পদ মূল্য দ্বাড়িয়েছে ২৩.২১ টাকা। সবশেষ ব্যাংটির শেয়ার লেনদেন হয়েছে ১৪.৬০ টাকায়।
গত বৃহস্পতিবার ছিল ব্যাংক হলিডে। এই দিনে চলতি বছরের প্রথম ছয় মাসের হিসাব-নিকাশ সম্পন্ন করেছেন কর্মকর্তারা। মার্কেন্টাইল ব্যাংক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মুনাফা বৃদ্ধির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বর্তমানে ব্যাংটির মালিকানা ডিরেক্টরদের কাছে রয়েছে ৩৭.৬৯ শতাংশ। সাধারন বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৩.৪৫ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকালদের কাছে রয়েছে ২৪.৭৮ শতাংশ এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৪.০৮ শতাংশ। মার্কেন্টাইল ব্যাংকের অনুমোদিত মূলধন এক হাজার ২০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন এক হাজার ৩৩ কোটি টাকা। বর্তমানে ব্যাংটির শেয়ার সংখ্যা ১০৩ কোটি ৩২ লাখ ১৭ হাজার ২৮টি। ওআইসি ব্যতিত ব্যাংটির রিজার্ভে রয়েছে এক হাজার ১৮১ কোটি ৯২ লাখ টাকা।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১