দীর্ঘমেয়াদে ব্র্যাক ব্যাংকের ক্রেডিট রেটিং ‘এএ১

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৬-২৮ ১২:২২:৩৭

image

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেডের ক্রেডিট রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ১’। স্বল্পমেয়াদে ব্যাংকটির রেটিং ‘এসটি-১’ যা স্থিতিশীল অবস্থাকে নির্দেশ করে। ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী ও আনুষঙ্গিক তথ্যের ভিত্তিতে এই রেটিং করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ আর্থিক প্রতিবেদন অনুসারে, ব্যাংকটির চলতি ২০২১ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৯৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬৬ পয়সা। ৩১ মার্চ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি সমন্বিত সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ২৪ পয়সা।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২০ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও বাকি ৫ শতাংশ স্টক লভ্যাংশ রয়েছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৭৩ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৬ টাকা ৬৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩০ টাকা ৬১ পয়সা।

ডিএসইতে গতকাল ব্র্যাক ব্যাংক শেয়ারের সর্বশেষ ও সমাপনী দর ছিল ৪৯ টাকা। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩১ টাকা ৯০ পয়সা ও ৫২ টাকা ৮০ পয়সা।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১