ভিসা কার্ডহোল্ডারদের জন্য ডিজিটাল রেমিট্যান্স সেবা চালু করলো ব্র্যাক ব্যাংক লিমিটেড।
মঙ্গলবার (০৬ অক্টোবর) ব্র্যাক ব্যাংক তার ভিসা কার্ডহোল্ডারদের জন্য রেমিট্যান্স পরিষেবা চালু করার ঘোষণা দিয়েছে।
এই রেমিট্যান্স পরিষেবা প্রাথমিকভাবে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) জন্য প্রযোজ্য হবে। তারা মালয়েশিয়ার ব্যাংক টু ইউ অ্যাপ এবং সিঙ্গাপুরে ইন্সটাআরইএম অ্যাপ (এনআইইউএম) ব্যবহার করে সরাসরি তাদের বেনেফিশিয়ারিদের ভিসা কার্ডগুলোতে তাদের রেমিট্যান্স স্থানান্তর করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেছেন, ব্র্যাক ব্যাংক গ্রাহকদের সেরা ব্যাংকিং অভিজ্ঞতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই নতুন আন্তঃসীমা তহবিল স্থানান্তর অবশ্যই গ্রাহকদের সময় বাঁচাবে, মধ্যস্ততাকারী যেমন- এক্সচেঞ্জ হাউস, ব্রোকার ইত্যাদি কমাবে এবং প্রবাসীদের জন্য রেমিট্যান্স পরিষেবা আরও সহজলভ্য করে তুলবে।
অন্যান্য দেশে প্রবাসীদের জন্য পরিষেবাটি আরও সহজলভ্য করতে ভিসা ধীরে ধীরে আরও গ্লোবাল ব্যাংকের সঙ্গে অংশীদারিত্বে যাবে। অর্থ স্থানান্তরের এই পরিষেবাটি কঠোর কেওয়াইসি এবং বৈশ্বিক মান এবং প্রযোজ্য আইন মেনে অনুমোদনের একাধিক পদক্ষেপ অনুসরণ করে পরিচালিত হবে।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১