জনতা ব্যাংকের কর্মকর্তা কাজী ফারহানা করিমের ইন্তেকাল

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৬-১৯ ২২:১০:৪৯

image

জনতা ব্যাংকের কর্মকর্তা ইন্তেকাল।ক্যান্সার আক্রান্ত কাজী ফারহানা করিম (পপসি) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মঙ্গলবার (১৫ জুন) রাতে ভারতে মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার (১৬ জুন) ফারহানার স্বামী নূর মোহাম্মদ(বেসিক ব্যাংকে কর্মরত)এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ভারতীয় সময় মঙ্গলবার রাত ১১টা ৪২ মিনিট ফারহানা মারা যান।

কাজী ফারহানা করিম রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে রাজধানীর শেরে বাংলা নগর করপোরেট শাখায় কর্মরত ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০০২-২০০৩ (৮২ ব্যাচ) সেশনের শিক্ষার্থী ছিলেন। এক সন্তানের জননী ছিলেন তিনি।জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই ক্যান্সারে (carcinoma right ovary) আক্রান্ত ফারহানা করিম। এর আগে একবার অপারেশন ও বেশ কয়েকবার কেমোথেরাপি নিয়েছেন। ছয়টি কেমোথেরাপি নেওয়ার পরও কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসক তাকে ভারতে অপারেশন করানোর পরামর্শ দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এদিকে ফারহানা করিমের মৃত্যুর খবরে পরিবার, বন্ধু, সহপাঠীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।আইয়ুব আলী সুভ্রো নামে ফারহানা করিমের এক বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভারতে গেলেও ফারহানার খুব একটা উন্নতি হয়নি। শেষের দিকে খুব কষ্ট পাচ্ছিল। শেষ পর্যন্ত আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমাদের ছেড়ে চলে গেছে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১