পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আগামী ১৪ জুন বিকাল পৌনে ৩ টায় কোম্পানির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
সোমবার (৭ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, পর্ষদ সভায় কোম্পানির ২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা বিনিয়োগকারীদের উদ্দেশ্যে প্রকাশ করা হবে। ওই সভা থেকে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কোম্পানি একই পর্ষদ সভায় চলতি হিসাব বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে তা প্রকাশ করবে।
পুঁজিবাজারে ট্রাস্ট ব্যাংক ২০০৭ সালে তালিকাভুক্ত হয়েছে। ২০১৯ সালে কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ছিল ৫ শতাংশ বোনাস এবং ৫ শতাংশ নগদ লভ্যাংশ।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১