আগামী ২০২১-২২ অর্থবছরের বাজেটে মোবাইল ব্যাংকিং সেবায় কর্পোরেট কর বাড়ানোর ঘোষণা আসছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর হ্রাসকৃত হারে কর্পোরেট কর বসানো হচ্ছে।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে আরো জানা গেছে, ২০১০ সালে মোবাইল ব্যাংকিং (এমএফএস) কার্যক্রম চালু করে বাংলাদেশ ব্যাংক। ২০১১ সালে বেসরকারি খাতের ডাচ্-বাংলা ব্যাংকে রকেট নামে প্রথম এ সেবা চালু হয়। এরপর ব্র্যাক ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে বিকাশ এ সেবা চালু করে।
দেশে বর্তমানে ১৫টি মোবাইল ব্যাংকিং সেবা রয়েছে। বাকিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নগদ, এম ক্যাশ, শিওর ক্যাশ, ইউক্যাশ, মোবাইল মানি ও উপায়।
বর্তমানে এমএফএস প্রতিষ্ঠানগুলো ৩২ দশমিক ৫০ শতাংশ হারে সাধারণ কোম্পানির মতো কর্পোরেট কর দিচ্ছে। আগামী বাজেটে এমএফএস প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের ক্যাটাগরিতে রাখা হচ্ছে।
অর্থাৎ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হলে ৩৭ দশমিক ৫০ শতাংশ এবং তালিকাবহির্ভূত হলে ৪০ শতাংশ কর দিতে হবে। যেহেতু এখন পর্যন্ত কোনো এমএফএস প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়নি, তাই সব প্রতিষ্ঠানকেই ৪০ শতাংশ হারে করপোরেট কর দিতে হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশে এমএফএস প্রতিষ্ঠানগুলো ব্যাংকের মতোই আর্থিক লেনদেন করছে। ব্যাংকে সশরীরে গিয়ে লেনদেন করতে হয়। পক্ষান্তরে এমএফএসে মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করা হয়। একই ধরনের কার্যক্রম পরিচালনা করায় এবং প্রতিষ্ঠানগুলোর মনিটরিং অথরিটি একই কর্তৃপক্ষ (বাংলাদেশ ব্যাংক) হওয়ায় এসব প্রতিষ্ঠানকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিবেচনার যথেষ্ট যৌক্তিকতা আছে।
এছাড়া এ খাতে প্রতিনিয়ত লেনদেনের সংখ্যা বাড়ছে। সঙ্গে প্রতিষ্ঠানের মুনাফাও বাড়ছে। তাই বাজেটে এমএফএস প্রতিষ্ঠানের কর্পোরেট করে পরিবর্তন আনা হচ্ছে।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১