চার হাজার কোটি টাকার পাঁচ বছর মেয়াদী সুকুক বন্ড বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চার হাজার কোটি টাকা অভিহিত মূল্যের ইজারা সুকুক বিক্রির জন্য ৯ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে নিলাম হবে।
এই সুকুক বন্ডের মেয়াদ থাকবে আগামী ২০২৫ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত।
এটা সুকুক বন্ডের দ্বিতীয় নিলাম। এর আগে আরও চার হাজার কোটি টাকার সুকুক বিক্রি করেছিল বাংলাদেশ ব্যাংক।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,এ সুকুকে বিনিয়োগের বিপরীতে বিনিয়োগকারীদেরকে বার্ষিক চার দশমিক ৬৯ শতাংশ হারে মুনাফা ষান্মাষিক ভিত্তিতে পরিশোধ করা হবে।
নিলামে দেশি-বিদেশি যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, বাংলাদেশে অবস্থিত যেকোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, যাদের বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চলতি হিসাব রয়েছে, তাদের মাধ্যমে বিড করা যাবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের নিজের জন্য বা যেকোনো গ্রাহকের জন্য ১০ হাজার টাকার গুণিতক পরিমাণ সুকুক কিনতে নিলামে অংশ নিতে পারবে।
কৃতকার্য বিডারদেরকে তাদের আবেদনের বিপরীতে বরাদ্দ সুকুকের পরিমাণ একই দিনে ই-মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
নিলামের পরদিন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের হিসাব থেকে টাকা কেটে নিয়ে বন্ড বুঝিয়ে দেওয়া হবে।
সারা দেশে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পে এ টাকা ব্যবহার করা হবে।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১