বনানী ক্লাবের সদস্যরা এখন থেকে সিটি ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম সিটিটাচ ব্যবহার করে বিল ও ফি দিতে পারবেন।
এই বিষয়ে সম্প্রতি সিটি ব্যাংক ও ঢাকার বনানী ক্লাব লিমিটেড চুক্তি করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসরকারি ব্যাংকটি জানায়, সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে বনানী ক্লাবের সভাপতি রুবেল আজিজ এবং সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে সিটি ব্যাংকের এএমডি শেখ মোহাম্মদ মারুফ, ডিজিটাল ফিনান্সিয়্যাল সার্ভিস বিভাগের প্রধান জাফরুল হাসান ও আইটি বিভাগের প্রধান মোহাম্মদ আনিসুর রহমান এবং বনানী ক্লাবের পরিচালক (অর্থ) আবদুল গাফফার মোল্লা, পরিচালক (প্রশাসন) মাকিন-উর-রশিদ (রসি) সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১