কর্মীদের ন্যূনতম বেতন বাড়াচ্ছে ব্যাংক অব আমেরিকা

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৫-১৯ ২১:৫৩:১২

image

২০২৫ সাল নাগাদ কর্মীদের ঘণ্টাপ্রতি সর্বনিম্ন মজুরি বাড়িয়ে ২৫ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক অব আমেরিকা। গত বছর কভিড-১৯ মহামারীর কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। মহামারীর কারণে যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই নর্থ ক্যারোলাইনার শার্লটভিত্তিক এ ব্যাংক জায়ান্ট সর্বশেষ বেতন বৃদ্ধির ঘোষণা দিল। খবর রয়টার্স।

প্রতিষ্ঠানগুলোকে কর্মীদের জন্য ঘণ্টাপ্রতি মজুরি অন্তত ১৫ ডলার করতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। এ চাপের মুখে ম্যাকডোনাল্ড, ওয়ালমার্ট, স্টারবাকস ও অ্যামাজনের মতো প্রতিষ্ঠানও কর্মীদের ঘণ্টাপ্রতি মজুরি বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর আগে ২০২০ সালে ব্যাংক অব আমেরিকা তাদের কর্মীদের ঘণ্টাপ্রতি ন্যূনতম মজুরি ঠিক করেছিল ২০ ডলার। পাশাপাশি তাদের ব্যাংকের জন্য কাজ করে এমন সব কর্মীকে ঘণ্টাপ্রতি অন্তত ১৫ ডলার করে পরিশোধ করতে প্রতিষ্ঠানটির সব সহযোগীকেও অনুরোধ করেছিল।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১