পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া বন্ড ছেড়ে ৫০০ কোটি টাকা তুলতে চায়।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) বেসরকারি খাতের ব্যাংকটি এই তথ্য জানিয়েছে।
এই টাকা তুলে ব্যাংক এশিয়া তাদের মূলধন বাড়াবে।
বাংলাদেশ ব্যাংক ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমতি দিলে তারা টাকা তুলতে পারবে।
সরকারি আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, সমবায় ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, সংগঠন, ট্রাস্ট ও স্বায়ত্তশাসিত করপোরেশন এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবে।
বন্ডটি শেয়ারে রূপান্তর করা যাবে না। বন্ডগুলো হবে জামানত বিহীন।
‘পারপেচুয়াল’ এসব বন্ডের কোনো নির্দিষ্ট মেয়াদ থাকবে না।
২০০৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ‘এ’ ক্যাটাগরিতে।
ব্যাংকটির মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ৫৯ লাখ ৬ হাজার ৮৬০টি। এর মধ্যে ৫৩ দশমিক ৫৫ শতাংশ আছে পরিচালকদের হাতে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৩১ দশমিক ৯৮ শতাংশ, বিদেশিদের হাতে দশমিক ২১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৪ দশমিক ২৬ শতাংশ শেয়ার আছে।
ব্যাংক এশিয়ার বর্তমান বাজার মূলধন ১ হাজার ৯৪৭ কোটি ৬ লাখ টাকা। কোম্পানির পরিশোধিত মূলধন ১ হাজার ১৬৫ কোটি ৯১ লাখ টাকা; রিজার্ভের পরিমাণ ১ হাজার ৫৫৪ কোটি ৯৩ লাখ টাকা।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১