দেশের রপ্তানি বৃদ্ধি তথা রপ্তানিকারকদেরকে স্বল্প সুদে বৈদেশিক মুদ্রায় ঋণ সরবরাহ করার জন্য বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১৯৮৯ সালে বিশ্ব ব্যাংকের অন্যতম সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা বা আইডিএ’র সহযোগিতায় বৈদেশিক মুদ্রায় একটি বিশেষ তহবিল গঠন করা হয় যা ’এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড-ইডিএফ’ বা ’রপ্তানি উন্নয়ন তহবিল’ হিসাবে পরিচিত্। সরকার আইডিএ’র নিকট থেকে ঋণ গ্রহণ করে বাংলাদেশ ব্যাংকে ইউএস ডলারে ’রপ্তানি উন্নয়ন তহবিল’ গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংক আবার এডি শাখার মাধ্যামে মাধ্যমে তা পূণরায় রপ্তানিকারকদেরকে বৈদেশিক মুদ্রায় (ইউএস ডলার)ঋণ প্রদান করে থাকে। রফতানিকারকরা ব্যাক টু ব্যাক এলসির আওতায় আনা শিল্পের কাঁচামালের দেনা রফতানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারবেন। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তহবিলটি ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব পালন করে থাকে কিন্তু এ তহবিল বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাবে গণ্য করতে পারেবেনা।
Eligibility:
Other requirement:
Objectives:
Source of Fund:
(i) EDF is managed by the Forex Reserve and Treasury Management Department (FRTMD),Head Office, Bangladesh Bank. (ii) ADs can lend their own Foreign Exchange Funds for input procurements (up to 50% of NFCD balances).
NFCD Account : All non-resident Bangladesh nationals and persons of Bangladesh origin including those having dual nationality and ordinarily residing abroad may maintain interest bearing time deposit accounts named "Non-Resident Foreign Currency Deposit (NFCD) Account" with the ADs.
Tenor: 180 days from dates of disbursement
Bangladesh Bank may extend up to 270 days upon application of manufacturer-exporters explaining the necessity of longer period for repatriation of export proceeds.
Murabaha Foreign Currency Investment (MFCI) utilizing EDF
সুদ/মুনাফার হারঃ
ইডিএফ ঋণের সুদের হার এখন সরাসরি দুই শতাংশ। এর মধ্যে বাংলাদেশ ব্যাংককে দিতে হবে এক শতাংশ। আর যে ব্যাংকগুলো ঋণ বিতরণ করবে তারা রাখবে এক শতাংশ।
বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদিত ডিলার ব্যাংক ঋণ নেয়ার ক্ষেত্রে |
ছয় মাস মেয়াদি লাইবর রেট (লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট) + ১ শতাংশ সুদ। |
অনুমোদিত ডিলার ব্যাংক কর্তৃক রপ্তানিকারকদেরকে ঋণ দেয়ার ক্ষেত্রে |
ছয় মাস মেয়াদি লাইবর রেট (লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট) + ২.৫০% সুদ/মুনাফা। |
করোনাঃ বর্তমানে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ০.৭৫% সুদ/মুনাফায় ঋণ দেবে, ব্যাংকগুলো রফতানিকারকদের দিবে ১.৭৫% সুদ/মুনাফায় (৩১ মার্চ, ২০২১ পর্যন্ত বিতরণকৃত ঋণ)। (এফই-৪৭ তারিখ ২৮/১০/২০২০)
Limit of EDF loans:
COVID-19: It has been decided to continue the enhanced limit of USD 30.00 million, for disbursements until June 30, 2021, to member mills of BGMEA and BTMA (FE 5 Dt. 27.1.2021).
B) BTMA mills making bulk import of raw cotton or other Fibres against deemed exports:
C) Member Mills of Bangladesh Dyed Yarn Exporters Association (BDYEA):
D) Member mills of Bangladesh Garments Accessories & Packaging Manufacturers & Exporters Association (BGAPMEA):
E) Member mills of Bangladesh Plastic Goods Manufacturers and Exporters Association (BPGMEA):
(i) The value realized in foreign exchange against inland back to back LCs and export LCs/Contracts over the past twelve months, or
(ii) USD 1 million, whichever is lower.
F) Member manufacturer-exporters of Leather goods & Footwear Manufacturers & Exporters Association of Bangladesh (LFMEAB) and Bangladesh Ceramic Wares Manufacturers’ Association (BCWMA):
based on their export performance over the preceding year.
USD 15 million is maximum single borrower limit.
* EDF will also be admissible to ADs for bulk imports by manufacturer-exporters irrespective of sectors against eligible requirements, based on their export performance over the preceding twelve months or USD 500,000, whichever is lower.
** This facility and entitlement for bulk imports as referred to paragraphs from 5(b) to 5(f).
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১