স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সেহরি বিতরণ

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৫-০৮ ০৯:৩৪:৩০

image

জীবিকা হারানো দুস্থ পরিবারগুলোর মাঝে সাত হাজার প্যাকেট খাদ্যদ্রব্য বিতরণ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। করোনায় জীবিকা হারানো পরিবারগুলোর মাঝে এই খাবার পৌঁছে দেওয়া হয়।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, প্রতি রমজানে আমরা গ্রাহকদের সঙ্গে ইফতার করি। যদিও এ বছর সে সৌভাগ্য হয়নি। তবে আমারা ভাগ্যবান যে গ্রাহকদের পক্ষ থেকে এই পবিত্র মাসে দুস্থ মানুষের কাছে খাদ্য সাহায্য পৌঁছে দিতে পেরেছি।

তিনি আরও বলেন, মহামারীর কারণে সমাজের সহায়হীন মানুষগুলো আরও ক্ষমতাহীন হয়ে পড়ছে। এই সহৃদয়পূর্ণ পদক্ষেপটি আমাদের উদ্দেশ্যগুলোর সংহতির এক নিদর্শন, যাতে আমরা সমাজের সেই চ্যালেঞ্জগুলো নিরাময়ের জন্য একসঙ্গে কাজ করতে পারি।

ব্যাংকটি জানায়, স্ট্যান্ডার্ড চার্টার্ড দেশের প্রাচীনতম আর্থিক সেবা দানকারী একটি প্রতিষ্ঠান। যা এই ২০২১ সালে বাংলাদেশে ১১৬ বছর উদযাপন করছে। ব্যাংকটি বিশ্বস্ত অংশীদার হিসেবে গ্রাহকদের সেবার মাধ্যমে জাতির অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নয়নের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। করোনাভাইরাস চ্যালেঞ্জের মুখে ব্যাংকটি মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ জুড়ে তৃণমূল সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে সহায়তা করে যাচ্ছে।

এর আগে ব্যাংকটি বিদ্যানন্দ ফাউন্ডেশন, ব্র্যাক ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে ১ লাখ বিশ হাজার মানুষকে তিন বেলা খাবার ও স্বাস্থ্য সুরক্ষার উপাদান সরবরাহ করে। এছাড়া দরিদ্র শিশুদের পড়াশোনা ও স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে ইউনিসেফকে ১০ কোটি ৯১ লাখ ৩৫ হাজার টাকা ও রেড ক্রসকে ২ কোটি ৫১ লাখ ৮৫ হাজার টাকার অর্থ সাহায্য প্রদান করে।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১