শেয়ারবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ, ২০২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে।
বুধবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদ সভায় প্রতিবেদনটি পর্যালোচনা ও অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হয়।
তথ্য মতে, প্রথম প্রান্তিকে ব্যাংকটি সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮১ টাকা। আগের হিসাব বছরের একই কোম্পানিটির সমন্বিত ইপিএস ছিল ০.৭২টাকা। সে হিসাবে কোম্পানিটির ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ১২ শতাংশ।
২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়ে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৯৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির এনএভিপিএস ছিল ২৩.০৩ টাকা।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১