শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেড। প্রতিষ্ঠানটির ৩১ ডিসেম্বর ২০২০ সমাপ্ত অর্থবছরের নিরীক্ষত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বুধবার (৫ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের বর্তমান শেয়ারহোল্ডার ৭৩ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৪১৮টি। এ শেয়ারেহাল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০২০ সালের সমাপ্ত বছরে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে পরিচালনা পরিষদ। অর্থাৎ প্রতি ১০টি শেয়ারের বিপরীতে শেয়ারহোল্ডররা এটি শেয়ার পাবেন।
এর আগের বছরও ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি। তবে তার আগের বছর ১১ শতাংশ বোনাস এবং তার আগের বছর অর্থাৎ ২০১৭ সালে সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এমজিএম) দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ জুন। ওই দিন বেলা সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফমে এজিএম অনুষ্ঠিত হবে। তার জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ মে।
করোনার বছর অর্থাৎ ২০২০ সালে কোম্পানিটির সমন্বিতভাবে শেয়ার প্রতি আয় অর্থাৎ মুনাফা হয়েছে ১টাকা ৩১ পয়সা। এর আগের বছর যা ছিল ১ টাকা ৮১ পয়সা। অর্থাৎ আগের বছরের চেয়ে মুনাফা কমেছে।
ফলে একই সময়ে কোম্পানি শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৩ টাকা ৩ পয়সা। যা এর আগের বছর ছিল ২২ টাকা ৫ পয়সা।
এদিকে চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তাতে সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮১ পয়সা। যা গত বছরের একই সময়ে ৭২পয়সা ছিল। অর্থাৎ আগের বছরের চেয়ে কিছুটা বেড়েছে।
প্রথম প্রান্তিকে এককভাবে এমটিবির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৭৬ পয়সা। যা গত বছরের একই সময়ে ৭১ পয়সা ছিল। গত ৩১ মার্চ, ২০২১ তারিখে সমন্বিতভাবে এমটিবির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ৯৯ পয়সা।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১