৮ মাসের মাথায় সাউথ বাংলা ব্যাংকের এমডির পদত্যাগ

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৪-২৯ ২৩:১৩:৫৮

image

বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী নিয়োগের আট মাসের মাথায় পদত্যাগ করেছেন। 

২০২০ সালের ১ জুলাই তারিকুল ইসলাম চৌধুরীকে তিন বছরের জন্য এমডি হিসেবে নিয়োগ দেয় সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কর্মাস ব্যাংক।

করোনা ভাইরাসের কারণে সৃষ্ট শারীরিক জটিলতার কারণ দেখিয়ে তিনি চলতি বছরের ১ এপ্রিল পদত্যাগ করেন।

তবে ব্যাংক সুত্র বলছে, ব্যাংকের পরিচালনা পর্ষদের সঙ্গে বনিবনা না হওয়ায় তারিকুল ইসলাম চৌধুরীকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

পদত্যাগপত্রে তারিকুল ইসলাম চৌধুরী লিখেছেন, আমি কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলাম। অবস্থার অবনতি হওয়ায় পরে হাসপাতালে ভর্তি হয়েছি। দুই সপ্তাহ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পরে কোভিড-১৯ নেগেটিভ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছি।

তিনি আরও লিখেছেন, সুস্থ হয়ে আমি ব্যাংকে যোগদান করেছিলাম। নেগেটিভ হওয়ার পরেও কোভিড-১৯ পরবর্তী নানা রকম শারীরিক জটিলতায় ভুগছি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের বিধি মোতাবেক একমাসের নোটিশ দিয়ে আমি পদত্যাগপত্র জমা দিলাম।

সাউথ বাংলা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক তারিকুল ইসলাম চৌধুরী পদোন্নতি পেয়ে ব্যবস্থাপনা পরিচালক হয়েছিলেন।

পদত্যাগের বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলে তিনি মোবাইল ফোনের কল ধরেননি।

তবে ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বলেন, স্বাস্থ্য সর্ম্পকিত জটিলতার কারণে তারিকুল ইসলাম চৌধুরী অফিস করতে পারছিলেন না।

তবে ব্যাংক সুত্র বলছে, ব্যাংকের পরিচালকদের মধ্যে দ্বন্দ্বের কারণে তারিকুল ইসলাম চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।

তারিকুল ইসলাম চৌধুরীর আগে গেল বছরের মার্চে সাউথ বাংলা ব্যাংকের এমডি মো. গোলাম ফারুকও মেয়াদ শেষ হওয়ার ছয়মাস আগে পদত্যাগ করেছেন।

মো. গোলাম ফারুক ২০১৭ সালের আগস্ট মাসে তিন বছরের জন্য সাউথ বাংলা ব্যাংকের এমডি হিসেবে যোগদান করেছিলেন। তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল গেলো বছরের আগস্টে। তিনিও স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করেছিলেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১