এমডি নিয়োগে জরুরি বোর্ড সভা ডেকেছে ন্যাশনাল ব্যাংক

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৪-২৩ ১০:৩৯:২৬

image

ব্যাংক কোম্পানি আইনে নির্দিষ্ট সময় শেষ হওয়ার আগেই ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিতে চায় প্রথম প্রজন্মের ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এ লক্ষ্যে আগামী সোমবার (২৬ এপ্রিল) বিকাল তিনটায় ভার্চুয়ালে জরুরি বোর্ড মিটিং ডেকেছেন ব্যাংকটির চেয়ারম্যান মনোয়ারা সিকদার।

সংশ্লিষ্ট্র সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রটি জানায়, ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) চৌধুরী মোসতাক আহমেদের মেয়াদ শেষ হয় গত ২৮ জানুয়ারি। এরপর অতিরিক্ত এমডি এ এস এম বুলবুলকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেয়া হয়। তার সময়েই ব্যাংকটিতে নানা অনিয়মের অভিযোগ ওঠে। আবার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দায়িত্ব চালিয়ে যাচ্ছিলেন। এরই পরিপ্রেক্ষিতে ন্যাশনাল ব্যাংকে এ এসএম বুলবুলকে দায়িত্ব পালন থেকে সরিয়ে দিতে বলে কেন্দ্রীয় ব্যাংক।

গত ৭ এপ্রিল ন্যাশনাল ব্যাংক বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে বুলবুলকে সরিয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করে। এরপর গত ১৩ এপ্রিল ব্যাংকের ৪৪৪তম পর্ষদ সভায় ভারপ্রাপ্ত এমডি হিসেবে ব্যাংকের ডিএমডি শাহ্ সৈয়দ আব্দুল বারীকে দায়িত্ব দেয়া হয়।

ব্যাংক কোম্পানি আইনের ১৫(ক) ধারায় বলা হয়েছে, কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এমডি পদ শূন্য থাকলে তিন মাসের মধ্যে নিয়োগ দিতে হবে। ব্যাংক কোম্পানি আইনের ১৫(ক) ধারার ২ উপধারায় বলা হয়েছে, কোনো ব্যাংকের এমডি পদ একাধারে তিন মাসের বেশি শূন্য রাখা যাবে না। ৩ উপধারায় বলা হয়েছে, এ সময়ের মধ্যে এমডি পদ পূরণ না হলে বাংলাদেশ ব্যাংক প্রশাসক নিয়োগ দিতে পারে, যিনি ব্যাংকের এমডির দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, ন্যাশনাল ব্যাংকের এমডি পদ শূন্যতার তিন মাস শেষ হচ্ছে আগামী ২৮ এপ্রিল (বুধবার)। ব্যাংক কোম্পানি আইনটি মনে করানো এবং সে বিষয়ে ব্যবস্থা নিতে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান মনোয়ারা সিকদারের কাছে সম্প্রতি একটি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর পরিপ্রেক্ষিতে এমডি নিয়োগের একমাত্র এজেন্ডা নিয়ে আগামী সোমবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় ভার্চুয়ালে জরুরি বোর্ড সভা ডেকেছেন ব্যাংকটির চেয়ারম্যান।

প্রসঙ্গত, বেসরকারি খাতের প্রথম প্রজন্মের আর্থিক প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড। বড় মূলধন ও সম্পদে শক্তিশালী ব্যাংকটি। ব্যাংকের বর্তমানে ৪৩ হাজার কোটি টাকার বেশি আমানত রয়েছে। এবং ঋণের পরিমাণ রয়েছে প্রায় ৪১ হাজার কোটি টাকা। সারাদেশে ২১৩টি শাখার মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছে ন্যাশনাল ব্যাংক।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১