ক্ষোভ--রহিমা আক্তার রীমা

কবি || ২০২০-১০-২৬ ০২:২৪:২৪

image

নারী আর চেয়ো না ধর্ষকের হোক ফাঁসি

আর হেসো না মুক্ত চিন্তায় মুক্ত হাসি

ভেবে নাও কি হয়েছে আমি কি মরেছি

পুরুষের করুণায় না হয় সম্ভ্রম ক্ষয়েছি?

 

নিজেকে ভেবে নাও ভাঙ্গা বেড়ার খুপরি ঘর

যখন যার ইচ্ছে ঢুকে খাবলে খেয়ে হোক স্বার্থপর

দরজা জানালাও দেওয়ার দরকার নাই

বিনা বাঁধায় খেয়ে যাক যার যতটা চাই।

 

দরজা বন্ধ করলেই প্রতিবাদী ভাববে

সাধ্য কই তোমার সম্ভ্রম বাঁচাতে চাইবে?

তুমি যে নিরেট মাটির তৈরি জলজ্যান্ত মূর্তি

প্রতিনিয়ত হোক না ধর্ষণের আনন্দ উল্লাসের পূর্তি।

 

অধিকারহীন-বিচারহীন থাকুক না নারী

সুখ যে দেয় তাদের সাথে চিরকালই আড়ি

এক্কা-দোক্কা খেলে হচ্ছে তো জীবন পার

এত বেশি কেন চাই নারীদের অধিকার?

 

 

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১