হেমন্তের রুপ*---মোঃ আজিজুল ইসলাম

কবিতা পাঙ্গণ || ২০২০-১০-২৬ ০২:২০:৩৩

image

 

শরৎ ঋতু বিদায় নিয়ে

আসলো হেমন্ত,

ধানের ক্ষেতে শালিক পাখির

নেইকো অনন্ত।

 

হেমন্তের এ রূপের ক্ষণে

ক্ষেতে সোনার ধান,

আনন্দে উৎফুল্ল চাষা

গায় যে বাউল গান।

 

কাস্তে হাতে ফসল মাঠে

কাটে চাষা ধান,

ব্যঙ্গের ছানা নাচে সেথা

তাক ধিনাধিন তান।

 

সন্ধ্যা নামলে চারিদিকে

পাখির কলরব,

ঘরে ঘরে জমে উঠে

নবান্নের উৎসব।

 

প্রভাত বেলা দূর্বা ঘাসে

শিশির ভেজা পায়,

শীতের আমেজ এই ঋতুতে

খুঁজে পাওয়া যায়।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১