গরিব বলে তোমরা সবাই
কেন করো হেলা
গরীব-ধনী সব যেন
সৃষ্টিকর্তার খেলা।
আজ থাকো অট্টলিকার পড়ে
কাল হয়তো কুঁড়ে ঘরে
হতে পারে গরিব বড় লোক
দেখো ইতিহাস পড়ে।
ভাগ্য আজ সহায় তোমার
আমি একটু দূরে
মুহুর্তের মধ্যে ভাগ্যের চাকা
হয়তো যাবে ঘুরে।
তোমার জমানো অর্থ থেকে
গরীবকে করো দান
এতিম যারা তোমাকে দেখে
সবাই করবে সম্মান।
দুর্ব্যবহার করিও না তুমি
মানুষের সাথে বারংবার
ভুলেও যেন করিনা আমরা
অর্থের নিয়ে অহংকার।
সাড়ে তিন হাত অন্ধকার ঘর
হবে তোমার বাড়ি
টাকা পয়সা জমিদারি সব
যেতে হবে ছেড়ে।
অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com
ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১