পূবালী ব্যাংকের তিন কর্মকর্তার ডিএমডি পদে পদোন্নতি

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৪-১৩ ২২:১৭:৫৭

image

সম্প্রতি পূবালী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদ আহসান, মোহাম্মদ ইছা ও মোহাম্মদ শাহাদাত হোসেন। ব্যাংকের পরিচালনা পর্ষদ তাদের এ নিয়োগ প্রদান করে।

ডিএমডি পদে নিয়োগ পাওয়ার আগে জাহিদ আহসান ব্যাংকের বোর্ড ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ডিগ্রি এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। মোহাম্মদ ইছা এর আগে ব্যাংকের ক্রেডিট ডিভিশনের জেনারেল ম্যানেজার হিসেবে হেড অব আরএমজি, সিএমএসএমই ও কৃষি ঋণ ইউনিটে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। মোহাম্মদ শাহাদাত হোসেন এরআগে ব্যাংকের আন্তর্জাতিক ও ট্রেজারি বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৭ সালে প্রবেশনারি সিনিয়র অফিসার হিসেবে পূবালী ব্যাংকে কর্মজীবন শুরু করেন। —বিজ্ঞপ্তি

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১