সেরা আন্তর্জাতিক ব্যাংকের স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৪-০৬ ০০:১২:৩৯

image

সম্প্রতি এশিয়ামানি অ্যাওয়ার্ডস-২০২১-এ বাংলাদেশের সেরা আন্তর্জাতিক ব্যাংকের স্বীকৃতি লাভ করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। হংকংয়ে অবস্থিত এশিয়ামানি অ্যাওয়ার্ডসের সিনিয়র সাংবাদিকদের একটি কমিটি এবং তাদের সম্পাদকীয় কমিটির গবেষণার ভিত্তিতে স্ট্যান্ডার্ড চার্টার্ডকে বাংলাদেশে অন্যান্য বিদেশী ব্যাংকের জন্য অনুকরণীয় বলে প্রশংসা করেছে।

স্ট্যান্ডার্ড চার্টার্ড এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পে ২ দশমিক ৫ বিলিয়ন ডলার, বঙ্গবন্ধু রেলওয়ে ব্রিজে ১ দশমিক ৯৮ বিলিয়ন ডলার এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে ১ দশমিক ২ বিলিয়ন ডলার ছাড়াও মাল্টি বিলিয়ন ডলারের অবকাঠামো প্রকল্পগুলোতে বিনিয়োগ করেছে।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, আমি আনন্দিত যে আমাদের ব্যাংকের শ্রেষ্ঠত্ব অর্জনের নিরলস প্রচেষ্টা আবারো স্বীকৃতি লাভ করেছে। এ অর্জনকে সম্ভব করার জন্য আমাদের সব সহকর্মী, ক্লায়েন্ট, নিয়ন্ত্রক সংস্থা এবং বৃহত্তর ইকোসিস্টেমকে ধন্যবাদ জানাতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংককে সিএসআরে সর্বোচ্চ ব্যয় করা আন্তর্জাতিক ব্যাংক হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই বছর বাংলাদেশের সমৃদ্ধির অগ্রযাত্রায় পাশে থাকার জন্য ব্যাংকটি ২৫টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে। —বিজ্ঞপ্তি

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১