লকডাউনে ব্যাংক লেনদেনের বিষয়ে নির্দেশনা রোববার

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৪-০৩ ০৯:৪৪:০৯

image

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ফের এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। এমন পরিস্থিতিতে ব্যাংকে বিদ্যমান নিয়মেই লেনদেন চলবে কি না, এ বিষয়ে আগামীকাল রোববার (৪ এপ্রিল) সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় ব্যাংক। সে অনুযায়ী লেনদেনের বিষয়ে নির্দেশনা দেওয়া হবে।

শনিবার (৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম এ তথ‌্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘সরকার সোমবার থেকে লকডাউন ঘোষণা করেছে। ব্যাংকে লেনদেনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এক দিন সময় আছে। ফলে লকডাউনে কীভাবে ব্যাংকের কার্যক্রম চলবে, সে বিষয়ে রোববার কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত জানাবে।’

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৯ মার্চ সরকার ১৮ দফা নির্দেশনা জারি করেছিল। সরকার ঘোষিত বেশ কয়েকটি নির্দেশনা যথাযথভাবে পরিপালন করতে দেশে কার্যরত ব্যাংকগুলোকে নির্দেশ দিয়ে গত বুধবার (৩১ মার্চ) প্রজ্ঞাপন জারি করেছিল কেন্দ্রীয় ব্যাংক।

উল্লেখ্য, গত বছর করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলাকালে দেশের তফসিলি ব্যাংকগুলো সীমিত আকারে লেনদেন চালু রেখেছিল। ওই সময় ব্যাংকে লেনদেন করা যেত সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংকগুলো বিকেল ৩টা পর্যন্ত খোলা ছিল।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১