বোমার ভয় দেখিয়ে ব্যাংকে গিয়ে ব্যাগভর্তি টাকা দাবি

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৪-০১ ১১:৪৫:৩৭

image

রিমোর্ট কন্ট্রোল বোমা দিয়ে চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংক উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্যাগভর্তি টাকা দাবি করেছেন এক যুবক। এ ঘটনায় অভিযুক্ত যুবক তারেকুল ইসলামকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আজ বুধবার বিকেলে চট্টগ্রাম বন্দরের ইপিজেড ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় এ ঘটনা ঘটে।

আটক তারেকুল ইসলামের বাড়ি কক্সবাজারের চকরিয়া। তিনি কাতারপ্রবাসী। এক বছর আগে তিনি দেশে আসেন।

ব্যাংকের কর্মীদের বরাত দিয়ে পুলিশ জানায়, একটি ব্যাগ নিয়ে ব্যাংকে প্রবেশ করেন তারেকুল ইসলাম। তাঁর ব্যাগে বোমা রয়েছে বলে জানান। তাঁকে ব্যাগভর্তি টাকা না দিলে সেই বোমা রিমোর্ট দিয়ে পুরো ব্যাংক উড়িয়ে দেবে বলে হুমকি দিতে থাকেন। এ সময় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। এরপর ব্যাংকের কর্মীরা নিরাপদে ব্যাংক থেকে বের হয়ে যায়। এ ঘটনা প্রশাসনকে জানানো পর দ্রুত র‍্যাব ও পুলিশ সদস্যরা ব্যাংকের শাখাটি ঘিরে ফেলে।

ব্যাংকের ওই শাখার ব্যবস্থাপক রেজাউল বারী মো. সাইফুল্লাহ বলেন, ‘যুবকটি ব্যাগভর্তি বোমা নিয়ে আসছেন। তাঁকে টাকা না দিলে ব্যাংকের শাখা রিমোর্ট কন্ট্রোল বোমা দিয়ে উড়িয়ে দেবেন। এমন হুমকির পর আমরা কর্মীদের নিরাপদে সরিয়ে নিই। পরে র‍্যাব, পুলিশসহ বিভিন্ন সংস্থার যৌথ অভিযানে ওই যুবককে আটক হন।’

সিএমপি বন্দরের অতিরিক্ত কমিশনার অলক বিশ্বাস বলেন, ওই যুবকের কাছে আসলে কোনো বোমা ছিল না। হুমকি দিয়ে টাকা ডাকাতি করতে এসেছিলেন। কী কারণে এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে ব্যবস্থা নেবে পুলিশ।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১