ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিআরএম বুথের উদ্বোধন

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৩-২৫ ১০:৩১:৪৮

image

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে সিআরএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। মার্চ ২৫, ২০২১ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত সিআরএম বুথের উদ্বোধন করেন।

এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকদ্বয় আব্দুল আজিজ ও মোঃ মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মোঃ জহুরুল হক, প্রধান কর্যালয়ের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে উন্নততর গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এই অত্যাধুনিক ও অধিক সুরক্ষিত সিআরএম বুথের সংযোজন করেছে। এখন থেকে গ্রাহকগণ এই সিআরএম বুথ থেকে দিন-রাত ২৪ ঘন্টা একইসাথে টাকা উত্তোলন ও জমা করতে পারবেন। প্রান্তিক পর্যায়েও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে উক্ত বুথের সংস্থাপন দেশব্যাপী সম্প্রসারিত করা হবে।

অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১