জনতা ব্যাংক ভবনে মুজিব কর্নার উদ্বোধন

ব্যাংকবীমাবিডি || ২০২১-০৩-২২ ০০:৫৯:২৬

image

জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয় ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে মুজিব কর্নার উদ্বোধন করা হয়েছে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে মুজিব কর্নারের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। মুজিব কর্নারে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ, তার অমর বাণী, ছয় দফা, ব্যবহারের জিনিস, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের নামকরণ ইত্যাদি স্থান পেয়েছে।

জনতা ব্যাংকের এমডি ও সিইও আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জাতির পিতা মৃত্যুঞ্জয়ী। জাতির পিতা আমাদের সব ভালো কাজের অনুপ্রেরণা। তিনি আমাদের পথ দেখিয়ে যাচ্ছেন। তিনি আমাদের উৎসাহিত করছেন। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম তারই দেখানো পথ অনুসরণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। আগামী প্রজন্মের সঙ্গে সেতুবন্ধ রচনা করবে এ মুজিব কর্নার।

জনতা ব্যাংকের আমানত ও তারল্য শক্তিশালী অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। মুজিব কর্নারের বিষয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর কর্মসূচি হিসেবে মুজিব কর্নার নির্মাণ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তীলগ্নে এর উদ্বোধন একটি প্রশংসনীয় উদ্যোগ।

ব্যাংকের চেয়ারম্যান ড. এসএম মাহফুজুর রহমান বলেন, মুজিব কর্নার বঙ্গবন্ধুর আদর্শ চর্চার কেন্দ্র এবং নতুন প্রজন্মের সবার জন্য প্রেরণার একটি প্রতিষ্ঠান, যা আলোকিত মানুষ গড়তে সহায়ক ভূমিকা রাখবে।

এমডি ও সিইও তার বক্তব্যে বলেন, স্বাধীনতা-উত্তরকালে জাতির পিতা ইউনাইটেড ব্যাংকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট পরিচালনা করতেন। তারই হাতে নামকরণ করা জনতা ব্যাংক ইউনাইটেড ব্যাংকেরই উত্তরাধিকার। এ উত্তরাধিকার সূত্রে পাওয়া বঙ্গবন্ধুর ব্যাংক হিসাব আমাদের জন্য অত্যন্ত গৌরবের।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জনতা ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, মেশকাত আহমেদ চৌধুরী, কেএম সামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ ও হেলাল উদ্দিন, সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. আতাউর রহমান প্রধান, অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও মো. শামস-উল ইসলাম, কৃষি ব্যাংকের এমডি মো. আলী হোসাইন প্রধানিয়া, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের এমডি কাজী আলমগীর, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এমডি মো. ইসমাইল হোসেন এবং কর্মসংস্থান ব্যাংকের এমডি মো. তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

অফিস : দক্ষিণ বনস্রী, ঢাকা। ই-মেইলঃ bankbimabd@gmail.com, editor.bankbimabd@gmail.com

ফোন: +৮৮০১৭১৮৬২১৫৯১